হতাশ না হয়ে ধৈর্য ধরবেন, প্রতিদিন ধৈর্য গাছটিকে পানি দেবেন। পৃথিবীকে অন্য চোখে দেখবেন।

অন্য লোকের সাথে সেই ব্যবহার করবেন, যেটা আপনি অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করেন। তাকে সহ্য করতে না পারলেও।

পারসিয়ান মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালী (রহঃ) এর নাম পৃথিবীর সব দেশে ছড়িয়ে পরেছিল। তিনি মাত্র ৫৩ বছর বেঁচেছিলেন ( ১০৫৮-১১১১)। খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন :

“Those who look for seashells will find seashells; those who open them will find pearls.”

( যারা ঝিনুক খুঁজবে তারা ঝিনুক পেয়ে যাবে, আর যারা ঝিনুক খুলবে তারাই পাবে মুক্তো ) I

তাই পাঠক, অন্তত ঐটুকু ধৈর্যধারণ করুন যাতে আপনি মুক্তো পেতে পারেন।

Share This