Yesterday I was clever, so I wanted to change the world .Today I am wise, so I am changing myself.

(“ আমি গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবী বদলাতে চেয়েছিলাম, আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই ”) ——মওলানা জালালউদ্দীন রুমী

সেদিনের কথা আমার এখনো মনে আছে। আমি জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি বাড়ি খুঁজছিলাম কেনার জন্য। বাড়ির দালালদের ফোন করি, ই-মেইল পাঠাই।
হঠাৎ এক দালাল ভদ্রলোক ফোন করলেন, বললেন খুব সুন্দর একটি বাড়ি পেয়েছি, দেখতে আসবেন? আমরা দেখতে গেলাম।

বাড়িটি খুবই সুন্দর। কিন্তু পাশেই কবরস্থান। মনটি যেন কেমন হয়ে গেল। আমার স্ত্রী বললেন, আমরা একটি নিরিবিলি বাড়ি খুঁজছিলাম।

দালাল ভদ্রলোক বললেন, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, আপনার প্রতিবেশীরা ( কবরের বাসিন্দারা ) একদম শান্ত। কেউ কখনো গণ্ডগোল করবেনা।

উনার এই ধরনের জল্লাদের মতো রসিকতায় একটু অবাক হলাম।

যাহোক, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে পড়লাম একটি কবরের সামনে।
তাতে লেখা আছে : আমি ছোটবেলায় চেয়েছিলাম পৃথিবীটা বদলাতে। পারিনি।
আমার কল্পনাকে আরো ছোট করেছিলাম। ভাবলাম দেশটি বদলাতে। তাও হলো না।
এরপর সমাজ বদলাতে চেষ্টা করলাম, হলো না।

অবশেষে ভাবলাম আমার সংসারকে বদলে দেবো। তাতেও সফল হলাম না।

এখন আমি এখানে শুয়ে আছি।

মনে মনে ভাবছি, আমি যদি নিজেকে বদলাতাম, তাহলে সংসার বদলে যেত।

সংসার বদলে গেলে আমার সমাজ বদলে যেতো, সমাজ বদলে গেলে বদলে যেতো দেশও ।

আর যদি দেশটি বদলে যেতো কে জানে হয়তো আমি পৃথিবীটি বদলাতে পারতাম।

তারিক হক

Share This