জার্মানির এক রেস্টুরেন্টে বসে বিকেলের খাবার খাচ্ছি।
আমার পাশের টেবিলে কয়েকজন জার্মান মহিলা কফি আর কেক খাচ্ছেন আর বেশ গাল-গল্প জুড়ে দিয়েছেন।

হঠাৎ একটি তেলাপোকা উড়ে এসে এক ভদ্রমহিলার গায়ে পড়লো। ভদ্রমহিলা ভয়ে এমনই চিৎকার শুরু করলেন যে, মনে হলো আজকেই রোজ কিয়ামত…… যা হোক, মহিলা প্রচণ্ড শক্তিতে ঝেড়ে দিলেন ।

তেলাপোকা উড়ে এসে বসলো আরেক ভদ্রমহিলার গায়ে। উনি মাত্র ওয়াইনে চুমুক দিচ্ছিলেন, তেলাপোকার কারণে ঝরনার মত বেরিয়ে এল সুরভি মদ আর নোংরা হয়ে গেল সব দামি কাপড় চোপড়।

ওয়েটার দৌড়ে এল। এবার তেলাপোকাটি ওয়েটারের কাঁধে এসে বসল। ওয়েটার নিঃশব্দে বেশ কিছুক্ষণ তেলাপোকাটিকে পর্যবেক্ষণ করল।

তারপর দু’আঙুলে ওটা ধরে রেস্টুরেন্টের বাইরে রেখে এলো।
তেলাপোকা মহিলাদের ভীত সন্ত্রস্ত করেছিল কিন্তু ওয়েটার ছিল নির্বিকার।

তার মানে কী?

আপনার জীবনে সমস্যা আসবে ,……আসবে ঝড়, আসবে অপমান, দুঃখ আসবে কিন্তু কীভাবে আপনি প্রতিক্রিয়া করবেন তাতেই নিহিত আছে আপনার আত্মশক্তি। ……
প্রতিক্রিয়ার মধ্যেই নিহিত আছে আপনার সুখ!

*তেলাপোকারা জার্মানিতে কিম্বা তাদের রেস্টুরেন্টে ভিসা পায় না
(একটি বিদেশি গল্প অনুকরণে)

তারিক হক
জার্মানি
১৯.০১.২০১৮

Share This