ও মাই গড ! এটা আবার কি শব্দ ? উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাচ্ছে । সত্যি কথা বলতে কি এটা একটি রোগ যেটা আপনার, আমার, আমাদের সবারই আছে । গড়িমসি করা ।
যেমন ধরুন আপনাকে আজ বাসা গুছোতে হবে, কালকে অতিথি আসবে বেড়াতে, না করলেই নয় , শুরু হলো আপনার গড়িমসি , কালকে করলে হয় না ? সকালে ঘুম থেকে উঠেও তো করতে পারি ।
আসল কথা কি জানেন , আমরা পরিবর্তনকে ভয় পাই , কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি ।
এখন প্রশ্ন হলো এই রোগের ওষুধ কী ?
দশ মিনিটের ফর্মুলা ।
এটা আমি আমার ” বদলে যান এখনই” বইতে লিখেছিলাম । যারা পড়েন নি তাদের জন্য বলছি । যে কোনো কাজ করতে মন না চাইলে শুধু দশ মিনিটের জন্য করবেন ।
ছাত্র-ছাত্রীদের জন্যে বলছি ।
সামনে একটি হোমওয়ার্ক আছে , করতে দুঘণ্টা লাগবে । আপনি বন্ধুর সঙ্গে ফেইসবুকে চ্যাট করলেন , ভালোবাসার মানুষের সাথে ১ ঘণ্টা গ্যাজালেন । কিন্তু হোম ওয়ার্ক ?
অনিচ্ছাসত্ত্বেও শুরু করে দিন । নিজেকে বলুন শুধু দশ মিনিট করবো । কিছুক্ষণ পর দেখবেন আর অত খারাপ লাগছে না । দশ মিনিট হয়ে গেলে দেখবেন আপনার আরো কাজ করতে ইচ্ছে করছে ।
আমার পরিচিত এক নামকরা লেখক আমাকে বলেছেন, ” যখন কিছুই ভালো লাগেনা, অন্তত একটি প্যারাগ্রাফ লিখি “। একবার চেষ্টা
করে দেখুন ।
আমরা বাঙালি প্রেমিকরা যখন প্রেমিকাকে তালাত মাহমুদের সঙ্গে গলা মিলিয়ে এই গানটি গাই,
“তোমারে লেগেছে এতো যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে “,
এটা গাইতে তিন মিনিট সাতাশ সেকেন্ড লাগে ।
যেখানে একটি গান গাইতে তিন মিনিট সাতাশ সেকেন্ড লাগে সেখানে আপনি একটি কাজ দশ মিনিটের জন্য করতে পারবেন না ?
তারিক হক
জার্মানি, ২৫ / ০১ / ১৮
Tarique Huq