কোনো এক আজব দেশের আজব রাজার মাথায় এলো তিনি পরীক্ষা করবেন কারা বেশি দক্ষ ।
পুলিশ , সি আই ডি না আর্মি ।

উনি এদের চিফদের ডেকে নিয়ে বললেন :
-এই যে এখানে একটি জঙ্গল আছে , সেখানে আছে একটি খরগোশ যার একটি কান লাল । ( যদিও বানোয়াট কাহিনি ) ।
ওই খরগোশটিকে আপনারা খুঁজে বের করুন ।

সি আই ডি তাদের সব এজেন্টকে পাঠালো ।
দুঘণ্টা পরে ফিরে এসে বললো , আমরা তন্ন তন্ন করে খুঁজেছি । এ ধরণের কোনো খরগোশই নেই ।

পুলিশ তিনঘণ্টা পরে এসে বললো , আমরা বনের প্রতিটি পশুকে ব্যক্তিগত ভাবে জেরা করেছি । কেউই স্বীকার করেনি ।

এবার আর্মি এলো মৃতপ্রায় এক শেয়ালকে নিয়ে ।

শেয়াল রক্তাত্ত , সারা গা দিয়ে রক্ত ঝরছে । বোঝা গেলো , প্রচুর অত্যাচার করা হয়েছে ।

শেয়াল রাজার পায়ের কাছে হুমড়ি খেয়ে বললো : আমি সেই খরগোশ , আমি সেই খরগোশ ।

( একটি বিদেশি জোক )

তারিক হক
জার্মানি, ২১ / ০১ / ১৮

Share This